• ঢাকা
  • শুক্রবার, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
কুষ্টিয়া জুগিয়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ ১জন আটক

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি অভিযানিক দল ১২ মে ২০২০ ইং তারিখ রাত ১০.৪০ মিটির সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন জুগিয়া ভাটা পাড়া গ্রামস্থ পলাতক আসামী রাকিবুল হাসান (২৭), পিতা-মোঃ আঃ রব এর বসত বাড়ীর প্রবেশ পথের গেইটের সামনে’’ একটি মাদক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল-১৮ বোতল, গাঁজা-৬০০ গ্রাম, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, মোটরসাইকেল-০১টি সহ সাদ্দাম হোসেন খোকন (২৬), পিতা মৃত ইনামুল ইসলাম সাং-জুগিয়া মাঠপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে আটক করা হয় এবং পলাতক আসামী রাকিবুল হাসান (২৭), পিতা- মোঃ আঃ রব সাং-জুগিয়া ভাটা পাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া এর শয়ন কক্ষ হতে কাঠের আলমারীর মধ্যে হতে ১৮ বোতল ফেন্সিডিল এবং নগদ ১,০৫০০০/- উদ্ধার পূর্বক জব্দ করেন। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে। জানা যায, রাকিবুল হাসান, জুগিয়া ভাটাপাড়ার ফেন্সিডিলের পাইকারী ডিলার। তার কাছ থেকে সবাই পাইকারী ফেন্সিডিল ক্রয় করে থাকে। পলাতক রাকিবুল হাসান দৌলতপুর সীমান্তবর্তী মহিষকুন্ডি ফেন্সিডিল ও চোরাকারবারীর গডফাদার ফালু তার জামাই জুগিয়া ভাটা চাঁদের মাধ্যমে এই এলাকায় ফেন্সিডিল সরবরাহ করে। পলাতক রাকিবুল হাসান ও চাঁদের বাড়ি পাশাপাশি। প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত এখানে চলে ফেন্সিডিলের রমরমা ব্যবসা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।