মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রায় এক মাস কারাভোগ করার পর জামিনে মুক্তি পেলেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর (৪৫)। এর আগে সালথার সহিংস তান্ডবের মামলায় আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ফরিদপুর জেলা দায়রা জজ আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
সন্ধ্যায় আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. জাহিদুল হাসান লাভলু তার জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গ, গত ২০২১ সালের ০৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকরকে কেন্দ্র করে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় পুলিশ সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরসহ ৪৮৮ জনকে অভিযুক্ত করে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় দীর্ঘদিন সে পলাতক থাকার পর গত মাসের ১৭ আগস্ট ফরিদপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।