নাগরপুরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, ৩০ বাড়ি লক ডাউন ঘোষণা
নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের আনজু মিয়ার ছেলে লিটন মিয়া (২০) ঢাকার বাদামতলির শ্রমিক করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চলে আসে গত ০৯-০৪-২০২০ তারিখে।
পরে ১০-০৪-২০২০ তারিখে সদর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ প্রেরন করলে ১২-০৪-২০২০ তারিখে রিপোর্ট পজিটিভ আসে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলাবাসীদের সুরক্ষায় নির্ভিক করোনা যোদ্ধা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ঐ এলাকায় গিয়ে আক্রান্তের বাড়ি সহ ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এ সময় হ্যান্ড মাইক দিয়ে এই নির্দেশনা দেয়ার পাশাপাশি সকলকে সচেতন করেন। তিনি আরো বলেন, আক্রান্ত ব্যাক্তির সাথে সংস্পর্শে যারা এসেছেন তাদের ও লকডাউনে থাকতে হবে। যাহারা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদেরও নমুনা সংগ্রহ করতে হবে।
একই সাথে একই স্থান থেকে লিটন এর সাথে ঢাকা থেকে আসা অপর ব্যক্তি উপজেলার পানান গ্রামের ছবেদ এর ছেলে মোহাম্মদ আলী এর নমুনা এবং মোটরসাইকেল চালক লিটন এর নমুনা সংগ্রহ করে তাদের বাড়িও লকডাউন ঘোষণা করেন।
ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া কে এলাকার নজর রাখার জন্য বলেন। তিনি বারবার বলেন আতঙ্ক না হয়ে সচেতন হওয়া অনুরোধ করে বলেন দুরত্ব বজায় রাখুন। বারবার ভালো করে হাত ধুয়ে ফেলুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প. প.কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান ও সাংবাদিকবৃন্দ।