কুষ্টিয়ায় কুমারখালীর শরিফুল মেম্বারের বাড়ি থেকে ১২ বস্তা ত্রানের চাউল উদ্ধার
এপ্রিল ১৩-২০২০
মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া প্রতিনিধি ॥
কুষ্টিয়ায় কুমারখালীর নন্দলাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলোঙ্গী পাড়ার শরিফুল মেম্বারের বাড়ি থেকে ত্রানের ১২ বস্তা চাউল করা হয় বলে জানা গেছে। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী উপজেলার পিআইও মাহাম্মুদ ঊল্লাহ ও সমাজ সেবা অফিসার মহাম্মাদ আলীর নেতৃত্বে শরিফুল মেম্বারের বাড়ি থেকে ত্রানের ১২ বস্তা চাউল করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলি প্রতিবেদককে জানিয়েছে।
উক্ত ওয়ার্ডের স্থানীয় জনগন জানান, অসহায় গরীব দুখীদের মাঝে বরাদ্দকৃত চাউল বিতরন না করে কাগজে কলমে ঠিক রেখে ১২ বস্তা চাউল শরিফুল মেম্বার তার সহযোগীদের নিয়ে অতি গোপনে সরিয়ে তার নিজ বাড়ীতে রেখে দেয়।
ভূক্তভোগীরা এটাও বলেন, মেম্বারকে তাদের বরাদ্দের কথা বললে তিনি মেম্বার তাদেরকে বলেন এবার আপনাদের নামে কোন বারাদ্দ আসেনি আগামীতে আসলে তখন দেখব, তবে ঐ মেম্বার ঐ সকল ভুক্তভোগীদের আইডি কার্ডের কপি আগেই নিয়ে রেখেছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উর্ধতন কর্তপক্ষের নজরে আসলে আজকে এই অভিজান চালালেন সংশ্লিষ্ট দপ্তর। হাতে নাতে তার বাড়ী থেকে উদ্ধারকৃত ত্রানের চাউল আটক হলে বিষয়টি জানাজানি হলে কুমারখালী উপজেলার পিআইও মাহাম্মুদ ঊল্লাহ ও সমাজ সেবা অফিসার মহাম্মাদ আলীর কাছে চোরাইকৃত ত্রানের চাউল ফেরত দেন এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার দেওয়ার জন্য বিভিন্ন মহলে তদবির করে যাচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে।
উক্ত এলাকার গরীব দুখী মানুষের দাবি যে শরিফুল মেম্বার দিনের বেলায় কি ভাবে চাউল চুরি করে নিয়ে যায় সবার চোঁখের সামনে দিয়ে। এ বিষয়ে ওখানকার স্থানীয় বাসিন্দারা বলেন, চাউল বিতরনের সময় যেখানে তার সহযোগীরা উপস্থিত ছিলেন, তাদের হাতে হাতে বস্তাগুলি ধরিয়ে দেয় এবং পরবর্তীতে সেগুলো চলে যায় তার নিজ বাড়ীতে। এ বিষয়টি নিয়ে সমাজ সেবা অফিসার মহাম্মদ আলীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, মেম্বারের বাড়ী থেকে যে ১২ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে সঠিক, তবে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো। এলাকাবাসী চাল চোর শরিফুল মেম্বারের বিরুদ্ধে ফুলে ফেঁপে উঠে বলেন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।