কভিড-১৯-এ যারা হাসপাতালে ভর্তি হয়েছে তাদের ২০ শতাংশের মাঝে অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোম (এআরডিএস) বা তীব্র শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। যে কারণে তাদের আইসিউতে ভর্তি হওয়ার প্রয়োজন হয়। এটা এমন একটি দশা যেখানে ফুসফুসে তরল জমা হয়, যা যুক্ত থাকে হয়তো সাইটোকিন স্টর্ম বা ব্র্যাডিকিনিন স্টর্মের সঙ্গে।
সাইটোকিন হলো প্রোটিন, যা কোষকে সংকেত পাঠায় এবং শরীরের ইমিউন সিস্টেমকে কার্যকর হতে সহায়তা করে। ব্র্যাডিকিনিন হচ্ছে এমন প্রোটিন, যা প্রদাহকে উৎসাহিত করে। এসব প্রোটিনের অতিপ্রকাশ যাকে বলা হচ্ছে স্টর্ম, এটা একাধিক অঙ্গের ক্ষতি করে এবং সম্ভাব্য মৃত্যুর দিকে চালিত করে।
ভিটামিন ডি একটি ইমোউনোমডুলেটরি এজেন্ট, যা কভিড-১৯ রোগীদের মারাত্মক ফলাফলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সাইটোকিন স্টর্ম: ভিটামিন ডি পরিচিত ইমিউন সিস্টেমের সক্রিয়করণ ও কার্যকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টি-হেল্পার সেল ১ (টিএইচ১)-এর বিকাশ ও কার্যকরণে বাধা দেয় ভিটামিন ডি, যা যুক্ত থাকে কোষমধ্যস্থ প্রদাহের সঙ্গে।
এ সাহায্যকারী টি কোষ শ্বেত রক্তকণিকার একটি প্রকার, যা ইমিউন সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। টিএইচ১-এর বাধা সাহায্য করে প্রদাহের অগ্রগতি দমনে। এছাড়া আরেকটি গবেষণায় দেখা গেছে ক্যালসিট্রিয়ল, যা ভিটামিন ডি-এর জৈবিকভাবে সক্রিয় রূপ। এটি সরাসরি যুক্ত থাকে দুটি সাইটোকিনকে (গামা ইন্টারফেরন ও আইএল-২) বাধা প্রদান করার জন্য।
ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার বিরুদ্ধে সুরক্ষা
এটা জানা গেছে যে ভাইরাসের সংক্রমণের সময় নিষ্ক্রিয় ভিটামিন ডি সক্রিয় হয়ে ওঠে অ্যালবিওলি বা ক্ষুদ্র রন্ধ্রের কোষের দ্বারা (যা মূলত আমাদের ফুসফুসে বাতাসের ছোট থলি) এবং এটি ক্যাথেলিসিডিন নামের আরেকটি যৌগের অভিব্যক্তি বাড়ানোর দিকে চালিত হয়। ইঁদুরের মধ্যে ক্যাথেলিসিডিন দেখা গেছে হাইপোরেক্সিয়া বা অতিরিক্ত অক্সিজেন সরবরাহের ফলে সৃষ্ট ফুসফুসের ক্ষতি হ্রাস করতে।
ডায়াবেটিসের ক্ষেত্রে কিডনি রক্ষা করা
প্রাথমিক ও সেকেন্ডারি কিডনি রোগে আক্রান্ত রোগী এবং ইঁদুরের মাঝে করা গবেষণায় দেখা গেছে, অ্যানজিওটেনসিন কনভারটিং এনজাইম ২ (এসিই২)-এর প্রকাশ বৃদ্ধি পেয়েছে। এসিই২ হোস্ট সেলে সার্স-কোভ-২ ভাইরাসের প্রবেশে সুবিধা দেয়ার জন্য পরিচিত। ২০১৮ সালের এক গবেষণায় দেখা গেছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিডনিতে এসিই২-এর অভিব্যক্তিকে বাধা প্রদান করতে পারে। ফলে ভাইরাসের সেলে প্রবেশ বাধাপ্রাপ্ত হয় এবং ডায়াবেটিক আক্রান্ত কিডনি রোগীদেরও সুরক্ষা দিতে পারে।
এআরডিএস ও হূিপণ্ডে আঘাত রোধ করা
২০১৫ সালের একটি গবেষণায় যেসব ইঁদুরের ভিটামিন ডি ছিল না তাদের রেনিন ও এনজি২-এর উচ্চ স্তর দেখা গেছে। ভিটামিন ডি সাপ্লিমেন্ট কভিড-১৯-এর রোগীদের ক্ষেত্রে রেনিনের প্রকাশকে দমন করে এনজি২-এর প্রদাহজনিত কার্যকারিতাকে রোধ করতে পারে। সে সঙ্গে এআরডিএস ও কার্ডিয়াক ইনজুরির ঝুঁকিকে হ্রাস করতে পারে।
অ্যালভিওলার ঝিল্লিকে সুরক্ষা
ভিটামিন ডি-এর স্বল্পতা এআরডিএসসহ অনেক রোগের জন্য ঝুঁকি তৈরি করে। ভিটামিন ডি-এর একটি সিঙ্গেল হাই-ডোজ অস্ত্রোপচারের আগে দেয়া হলে তা এআরডিএসের হ্রাস ঘটাতে পারে। এটি হয় সার্জারির পর পালমোনারি ভাসকুলার পারমেয়াবিলিটি সূচক হ্রাস করার মাধ্যমে। এ সূচক বর্ণনা করে রক্তের ব্যাপ্তিযোগ্যতাকে—ফুসফুসের গ্যাস বিনিময় অঞ্চলের বায়ু বাধা। এ বাধা রক্তে বায়ু বাবলের গঠন প্রতিরোধ করে এবং ফুসফুসের বায়ুথলিতে ফ্লুইডের প্রবেশকে রোধ করে।
দ্য প্রিন্ট