নতুন বর্ষে শপথ করি, কাধে কাধ মিলিয়ে আর্তমানবতার সেবা করি- লাবু চৌধুরী
মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি: মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী ফরিদপুর- ২ আসন সালথা-নগরকান্দা কৃষ্ণপুর বাসিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ফেসবুক পেজে সোমবার এ শুভেচ্ছা বার্তা জনিয়েছেন।
নিচে তার ফেসবুক পেজের পোষ্টটি হুবুহু তুলে ধরা হলো।
নতুন বর্ষে আসুন সবে শপথ করি
কাধে কাধ মিলে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করি।
প্রিয় নগরকান্দা-সালথা-কেষ্টপুর বাসীকে নববর্ষের শুভেচ্ছা।
আপনারা সকলেই সারাবিশ্ব সহ বাংলাদেশের বর্তমান ভয়াবহ অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল আছেন।আজ নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নে দুই জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
যে কোন পরিস্থিতী মোকাবিলার জন্য আমরা প্রস্তুত। সরকার ও প্রশাসন এবং আমাদের নেতাকর্মীরা দিন-রাত নিরলস পরিশ্রম করে সাধারন জনগনের সেবায় নিয়োজিত আছেন। সরকারের পাশাপাশি আমি সম্পূর্ন ব্যক্তিগত উদ্যোগে ৪০০ পরিবারকে সহযোগীতা করে যাচ্ছি। এর বাইরে দুই উপজেলায় দুটি ব্যাংক একাউন্ট করা হয় আর্তমানবতার সেবার উদ্দেশ্যে। উক্ত দুটি একাউন্ট উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার যৌথভাবে পরিচালনা করছেন। সর্বশেষ উল্লেখ্য যে একাউন্ট দুটিতে জমাকৃত প্রতিটি টাকা শতভাগ স্বচ্ছতার সাথে ব্যবহার করা হবে।
দু:খজনক হলেও সত্য যে নেতা কর্মী এবং নগরকান্দা-সালথার বিত্তবানেরা এখনও এগিয়ে আসেননি। আমি সকল নেতা-কর্মীদের অনুরোধ করবো আপনারা যার যার সক্ষমতা অনুযায়ী দান করুন এবং রশীদ সংরক্ষন করুন। আগামীতে যে কোন কমিটি এবং নির্বাচনে মুল্যায়নের ক্ষেত্রে এই অর্থ দানের রশীদ উল্লেখ্যোগ্য ভূমিকা রাখবে। সবাই ঘরে থাকুন – নিরাপদে থাকুন। জয়বাংলা – জয় বঙ্গবন্ধু।