• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
শীত শুরু হতেই দাঁত ও মাড়ির ব্যাথায় ভুগছেন, ঘরোয়া উপায়ে ব্যথা কমান

ছবি প্রতিকী

দাঁতের গঠন ও তাঁর কার্যকলাপ পুরোটাই নির্ভর করে স্নায়ুর উপর। তাই দাঁতের গোড়া বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে তা সাংঘাতিক যন্ত্রণার সৃষ্টি করে। মার্কিন এক গবেষনায় দেখা গেছে প্রতি বিশ্বে প্রতি চারজন শিশুর মধ্যে একজন শিশুর দাঁতের ক্ষয়ের রোগ রয়েছে। মজবুত ও সুন্দর দাঁতের জন্য চাই দাঁতের সঠিক যত্ন। তাই ছোটবেলা থেকেই আমাদের দাঁতের প্রতি বিশেষ যত্নবান হওয়ার পরামর্শ দেন অভিভাবকরা। তবে শরীরের অতি গুরুত্বপূর্ণ এই অঙ্গের যত্নের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যথেষ্ট উদাসীন। এর ফলে মাঝে মাঝেই দাঁতের গোড়া বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যায় ভুগতে হয়। যার ফলে ভাঙা দাঁত, মাড়িতে সংক্রমণ, দাঁতের ক্ষয়, বা কোনও কোনও ক্ষেত্রে দাঁত পড়ে যাওয়া, মাড়ি ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

দাঁতের ব্যথা হলে যেহেতু তা স্নায়ুর উপর প্রভাব সৃষ্টি করে ফলে একইসঙ্গে চোখে ব্যথা ও মাথা ব্যথার মতন সমস্যাও দেখা যায়। তা অসহ্য দাঁতের ব্যথা শুরু হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার।

এর জন্য প্রয়োজন আধা চামচ নারকেল তেল ও আধা চামচ লবঙ্গের গুঁড়ো। নারকেল তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আর লবঙ্গের গুঁড়োয় রয়েছে ইউজিনল নামের রাসায়নিক উপাদান যা ব্যথা উপশমে সাহায্য করে।

একটি কাঁচের পাত্রে লবঙ্গের গুঁড়ো এবং নারকেল তেল ভাল করে মিশিয়ে টুথব্রাশের সাহায্যে এই পেস্টটি দাঁত বা মাড়ির আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। দিনে অন্তত তিন চার বার এই মিশ্রণটি দাঁত বা মাড়ির আক্রান্ত স্থানে লাগালে দ্রুত ব্যথা কমে যাবে।

তবে দাঁতের যথাযথ যত্ন নিতে বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দাঁতের ব্যথা অতিরিক্ত বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসকের নির্দেশ মেনে যে কোনও ওষুধ খান।

একটি কাঁচের পাত্রে লবঙ্গের গুঁড়ো এবং নারকেল তেল ভাল করে মিশিয়ে টুথব্রাশের সাহায্যে এই পেস্টটি দাঁত বা মাড়ির আক্রান্ত স্থানে লাগিয়ে নিন। দিনে অন্তত তিন চার বার এই মিশ্রণটি দাঁত বা মাড়ির আক্রান্ত স্থানে লাগালে দ্রুত ব্যথা কমে যাবে।

নারকেল তেলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান আর লবঙ্গের গুঁড়োয় রয়েছে ইউজিনল নামের রাসায়নিক উপাদান যা ব্যথা উপশমে সাহায্য করে।

তবে দাঁতের যথাযথ যত্ন নিতে বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দাঁতের ব্যথা অতিরিক্ত বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসকের নির্দেশ মেনে যে কোনও ওষুধ খান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।