গলাচিপায় ইটভাটায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা
সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালীঃ-
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড়শিবায় পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয় ও গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার এর নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা সারে এগারোটার সময়ে
বেআইনিভাবে ড্রাম চিমনি দিয়ে ইট ভাটা পরিচালনা করা সহ পরিবেশ বান্ধব গাছের কাঠ পুড়ানোর অপরাধে অবৈধ ইট ভাটার মালিক মোঃ মুঞ্জ বেপারিকে ৫০,০০০/=টাকা জরিমানা এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালীর সহকারী পরিচালক শেখ মেহেদী কামাল প্রসিকিউটর হিসাবে প্রসিকিউশন প্রদান করেন এবং গলাচিপার পুলিশ প্রশাসন-এ কাজে সহয়তা করেন। জেলা প্রশাসককের সহায়তায় পরিবেশ সরকারী আইন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে শেখ মেহেদী কামাল জানান।