• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসন ভূবেনশ্বর নদীতে ৫টি বাঁধ অপসারন করলেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ভূবেনশ্বর শাখা নদীর বিভিন্ন পয়েন্টে গড়া আড়াআড়ি ৫টি বাঁধ অপসারন করা হয়েছে। শুক্রবার দিনভর উক্ত নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বাঁশ ও জাল দিয়ে গড়া আড়াআড়ি বাঁধগুলো অপসারন করেন তিনি।
অভিযানের অন্যরা হলেন- উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক অমিও মজুমদার, অফিস সহায়ক বাবুল বিশ্বাস, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও পুলিশ কনস্টেবল।
জানা যায়, সম্প্রতী উপজেলা সদর এলাকার ভূবেনশ্বর শাখা নদীতে জোয়ারের নতুন পানিতে প্লাবিত হয়ে রয়েছে। এ সময় নদীতে মা মাছ বংশ বিস্তারের জন্য বিচরণ করে চলেছে। স্থানীয় কিছু দুর্বৃত্ত জেলে ভূবেনশ্বর নদীর সর্দার বাড়ী গ্রামের বড়ব্রীজ নামক পয়েন্টে তিনটি আড়াআড়ি বাঁধ এবং লোহারটেক গ্রামের ব্রীজ এলাকায় আরও দুইটি বাঁধসহ মোট ৫টি বাঁধ গেড়ে মৎস্য প্রজাতী ধ্বংস করে চলেছিল। তারা উক্ত নদীর জল সীমানায়
আড়াআড়ি ভাবে পানির মধ্যে বাঁশ পুতে এবং জাল দিয়ে ঘিরে রেখে ফাঁদ জালের মাধ্যমে মা মাছ নীধন করে আসছিল। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট্ উক্ত নদীতে দিনভর অভিযান চালিয়ে সবগুলো বাঁধ অপসারন করেন। তবে অভিযান আচ করতে পেরে বাঁধ মালিকরা আত্নগোপন হওয়ার ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই বলে জানা
গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।