• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
সৌদির মসজিদে তারাবি নামাজেও থাকবে নিষেধাজ্ঞা

সৌদির মসজিদে তারাবি নামাজেও থাকবে নিষেধাজ্ঞা

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি আরবের মসজিদে নামাজ আদায়ের বিষয়ে চলমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। এমনকি আসন্ন রোজাতেও তারাবির নামাজ আদায় হবে না কোনো মসজিদে। যার যার ঘরে নামাজ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির ইসরামিক বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ।

দেশটির একটি টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানিয়েছেন। ড. আব্দুল লতিফ আল-শেখ বলেন, ‘দেশের কোভিড-১৯ এর পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে ঘরে বসে তারাবিহ নামাজ আদায় করতে হবে।

তারাবির চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে এ মন্ত্রী বলেন, ‘মসজিদে তারাবি নামাজের চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। ঘরে তারাবি নামাজ পড়ে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার পাশাপাশি বিশ্বব্যাপী সব মানুষের করোনামুক্তির জন্যও দোয়া করুন সবাই।’

মন্ত্রী আরও বলেন, করোনার প্রাদুর্ভাবের সময় এ ভাইরাস কিংবা স্বাভাবিক মৃত্যুবরণকারীর জানাজা সর্বোচ্চ ৫ কিংবা ৬ ব্যক্তি সম্পন্ন করবে। জানাজাসহ সব স্থানে বেশি লোক সমাগম না হওয়ারও আহ্বান জানান তিনি।

মহামারী করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য দেশটির মসজিদে মসজিদে সাময়িক নামাজ স্থগিতের নির্দেশ দিয়ে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।