মাহবুব পিয়াল, ফরিদপুর :
ফরিদপুরে মান্নাদে খ্যাত বিশিষ্ট সংগীত শিল্পী ,ফরিদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম রকিবউদ্দিন আহমেদ ও বিশিষ্ট শিক্ষাবিদ লায়লা চৌধুরীর একমাত্র পুত্র রশীদ আহমেদ (তিতু) এর দ্বিতীয় মৃত্যু বাষির্কী আজ ১৪ মে শনিবার। গত দুই বছর আগে এইদিনে ৫১ বছর বয়সে শহরের হাবেলী গোপালপুর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। সদা হাসোজ্জল,বিনয়ী ও বন্ধু বৎসল রশীদ আহমেদ তিতু ছিলেন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। কিংবদন্তি শিল্পী মান্নাদের ভীষন ভক্ত ছিলেন তিনি। তার কন্ঠে মান্নাদের গান মুগ্ধ করেছে শ্রোতাদের । নজরুল ও শাস্ত্রীয় সংগীতেও তিনি ছিলেন সমান তালে দক্ষ।
এদিকে রশীদ আহমেদ তিতুর দ্বিতীয় মৃত্যু বাষির্কী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শহরতলীর আরামবাগ এতিমখানা ও মাদ্রাসায় দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে।
এদিকে রশীদ আহমেদ তিতুর রুহের মাগফিরাতের জন্য তার সহ-ধর্মীনি ফারাহ দিবা আহমেদ এবং পুত্র শাহরিয়ার আহমেদ ফরিদপুরবাসীর নিকট দোয়া কামনা করেছেন।