মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরনে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ৩টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হল রুমে এ কর্মাশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন রেইজ প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ন-সচিব সৌরেন্দ্র নাথ সাহা।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে টিটিসি ফরিদপুরের অধ্যক্ষ মোঃ আকতারুজ্জামান,মেরিন টেকনোলজি ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মোঃ রেজাউল করিম, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহাবুব ইসলাম পিকুল, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈইসহ বিদেশ প্রত্যাগত অভিবাসীগন উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আশিক সিদ্দিকী ।
এসময় বক্তাগন বিদেশ প্রত্যাগত অভিবাসীদের রেজিষ্ট্রশনের মাধ্যমে কাউন্সিলিং ও আর্থিক প্রনোদনা সহায়তাসহ প্রত্যাগত অভিবাসীদের স্বাবলম্বী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে