• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুলের দোকানে ভিড়,ফুলের দাম বাড়তি

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

,ফরিদপুরে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ফুলের দোকানে ভিড়,ফুলের দাম বাড়তি।
ফুলের সরবরাহ কম আর চাহিদা বেশি। যে কারণে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে বেশি টাকা।
গত বছর যে ফুল আমরা কিনেছি ১০০ পিস ১২শ টাকা করে এবার তার দাম দাঁড়িয়েছে ২৬ শ টাকা। তাছাড়া লকডাউন, মহামারী করোনা, ঘন কুয়াশার কারণেও এবার ফুলের দাম বেশি। কথাগুলো বললেন ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতের ফুল ব্যবসায়ী শাহ আলম মোল্লা।
তিনি জানান এবছর মহামারী করোনা এবং বাজে আবহাওয়ার কারণে খামারিরা ফুল চাষ করতে অনেকটা অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে ফুলের চাষ করেছে। যে কারণে আপনারা বাজার কিছু ফুল দেখতে পারছেন।
এদিকে ভালোবাসা দিবসের অন্যতম উপাদান হচ্ছে ফুল। কিন্তু বাজার ঘুরে দেখা গেছে প্রত্যেকটা ফুলের দাম বাড়তি। রবিবার রাতে যে গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা আজ সকালে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা।
একইভাবে অন্যান্য জাতের ফুলের দামও অপেক্ষাকৃত বেশি বিক্রি হচ্ছে । শুধুমাত্র গাধা ফুল বাদে সবকটা ফুলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।
আগামী একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে দোকানিরা এ প্রতিবেদককে জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।