ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ এর মৃত্যুতে এমপি শিবলী সাদিকের শোক
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক।
এক শোক বার্তায় তিনি শেখ আবদুল্লাহের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দিনাজপুর ০৬ আসনের সাংসদ সদস্য এমপি শিবলী সাদিক বলেন,ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ছিলেন একজন সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ শেখ আবদুল্লাহ ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ইতিবাচক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে শেখ আবদুল্লাহ ছিলেন অকুতোভয় সৈনিক। সাধারণ মানুষের কল্যাণে তার অবদান অক্ষয় হয়ে থাকবে।