গোলখালী ইউনিয়নে আবারও নৌকার মাঝি হলেন নাসির উদ্দীন হাওলাদার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক , ত্যাগী নেতা ও গোলখালী ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার আবার ও নৌকার মনোনয়ন পেয়েছেন।
আজ ১৩ মার্চ (শনিবার) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে ঘোষিত তালিকা সূত্রে এই তথ্য জানা গেছে। এদিকে গোলাম মস্তফা খান ২য় বার চেয়ারম্যান হিসেবে নৌকায় প্রতীকে মনোনয়ন পাওয়ার সংবাদ শুনে তাৎক্ষণিক হরিদেব পুর নৌকার শ্লোগানে মুখরিত হয়ে উঠে প্রতিটি অলি গলিসহ জোলেখার বাজার এবং পুরো গোলখালী ইউনিয়ন। এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত মানুষ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন। অল্প সময়ের মধ্যে গোলখালী ইউনিয়নে মানুষের ঢল নেমে আসে।