• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, সম্পাদকের সাথে মেয়রের মত বিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌর এলাকায় বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, সম্পাদকের সাথে এক মত বিনিময় সভা বুধবার সকাল ১১ টায় ফরিদপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র শেখ মাহতাব আলি মেথুর সভাপতিত্বে এতে বিভিন্ন মন্দিরের প্রতিনিধি,সম্পাদক বৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহজাহান মিয়া, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা ফজলুল করিম আলাল,বিদ্যুৎ ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম বাদল, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, গোবিন্দ চন্দ্র মন্ডল, দিলীপ মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার সচিব তানজিলুর রহমান। সভায় বিভিন্ন স্থান থেকে আগত মন্দিরের ‌ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন।‌ মেয়র তাদের সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় প্রত্যেকটা মন্দিরে ৫০০০ টাকার আর্থিক সাহায্য দেয়া হয়।

উল্লেখ্য এ বছর মোট ফরিদপুর পৌরসভায় ৮৫ টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মেয়র এক বক্তব্যে দুর্গাপূজার সফলতা তুলে ধরেন। এবং যেকোন সহযোগিতায় তার সাহায্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।