চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক কর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও
স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ‘এসো হে বৈশাখ, এসা এসো’ এ গানের তালে তালে উপজেলা সদরের প্রধান প্রাধান সড়কগুলো প্রদক্ষিন করেন। মঙ্গল শোভাযাত্রায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু, মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোঃ গোলাম মোর্তাজা আহসান, প্রানী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচী, মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, যুব উন্নয়ন অফিসার মোঃ জিয়াউল
হক, থানা সেকেন্ড অফিসার এসআই অপূর্ব কুমার ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী প্রমূখ। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রচনা প্রতিযোগীতা, চিত্রাংকন ও সঙ্গিত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।