করোনা ভাইরাস – ইতালিতে সাহায্যের হাত বাড়ালো চীন
চীনের পরে এবার করোনার প্রকোপ বেড়েছে ইউরোপের দেশ ইতালিতে।
ক্রমবর্ধমান এ সংকট মোকাবিলায় দেশটির প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে চীন।
এরইমধ্যে চীন দেশটিতে বিভিন্ন মাস্ক, রেস্পিরেটরসহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে।
বৃহস্পতিবার একটি ফ্লাইট চীনা রেড ক্রসের দ্বারা আয়োজিত প্রায় ৩০ টন মেডিকেল সরঞ্জামাদি ও নয় সদস্যের একটি চিকিৎসা কর্মীর দল নিয়ে ইতালিতে অবতরণ করে।
শুক্রবার ইতালিতে করোনায় আক্রান্ত আরো ২৫০ জন মারা গেছেন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৪৭ জন।
এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৬০ জন।
ইতালির রেড ক্রসের প্রধান ফ্র্যান্সেস্কো রোকা এক বিবৃতিতে বলেন, এরকম কঠিন একটি পরিস্থিতিতে চীন থেকে আসা এই সরঞ্জামগুলোর কারণে অনেকটা স্বস্তি পাওয়া গেছে।
এই সাহায্যটি সাময়িক হলেও অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
সুত্র ঃ এনডিটিভি