সদরপুরে জেলেদের মাঝে উপকরণ বিতরণ
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
‘‘মুজিব বর্ষের শপথ নেবো, ঝাটকা নয় ইলিশ খাব’’ ‘‘ডিমওয়ালা ইলিশ রক্ষা পেলে, বার মাস ইলিশ মেলে’’ এ প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে ইলিশ সংরক্ষণ
মৌসুমে বেকার জেলেদের মাঝে গতকাল সোমবার দুপুরে উপকরণ হিসেবে ১০টি পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক মাহমুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান
শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা। অনুষ্ঠানটি সার্বিক ভাবে আয়োজন ও সঞ্চালন করেন উপজেলা মৎস কর্মকর্তা তাসনিয়া তাসমীম।