আজ কুষ্টিয়া কালেক্টরেট চত্বর সম্মেলন কক্ষে দুপুর ১২ টার সময় দোকান মালিক সমিতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, আরও উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সদস্যবৃন্দ। দোকান মালিক সমিতিদেরকে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন স্বাস্থ্যবিধি প্রতি পালনের দায়িত্ব ব্যবসায়ীদেরকে নিতে হবে। তা না হলে দোকান বন্ধ রাখতে হবে। রবিবার থেকে কঠোর হবে প্রশাসন। দোকানে দোকানে অভিযান চলবে দোকান বন্ধ করে দেওয়া হবে।জেলার ব্যবসায়ী প্রতিনিধি ও দোকান মালিক সংগঠন সময়ের সাথে এক বৈঠকে জেলা প্রশাসক এ কথা বলেন।
তিনি বলেন দোকান মালিকদের বিধি সমস্যার কথা বারবার সরকারকে বলা হচ্ছিল। বিভিন্নভাবে দোকানপাট খুলে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল তার প্রেক্ষিতে সরকার দোকান খুলে ব্যবসা চালানোর সুযোগ করে দেয়। এক্ষেত্রে অনেক বিধিনিষেধ আরোপ করা হয়।
কুষ্টিয়াতে ও সবকিছু বিবেচনা করে ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসন লক্ষ করছে বাজার ঘাটে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ম কারণ মানা হচ্ছে না। মনে রাখতে হবে এটি কেবল একটি শিথিলযোগ্য পরিস্থিতি। সবকিছু পুনরায় লোকজনের নিয়ে যেতে অন্য ক্ষমতার দিয়ই এই শিথিল পরিবেশ ব্যবসা-বাণিজ্যের জন্য এনে দেয়া হয়েছে। এটির অপব্যবহার করা যাবে না জেলা প্রশাসক বলেন।
তিনি আরো বলেন আমাদের কাছে পরিষ্কার তথ্য আছে তা দোকানদারগণ একবার অসংখ্য লোক দোকানে প্রবেশ করাচ্ছেন এবং একই পোষাক বারবার অনেকে তা ধরেছেন। এটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে দোকান সাটার বন্ধ করে ভিতরে চলছে ব্যবসা। এগুলো বন্ধ করুণ, দেশকে বাঁচান নয়তো আমরা বাঁচব না।
জেলা প্রশাসক প্রশাসনকে কঠোর হতে বাধ্য না করার জন্য দোকানদারকে আহ্বান জানান।