সাভার সদর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ
সুমন ভূইয়া সাভারঃ করোনা ভাইরাসে অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভার সদর ইউনিয়নে উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়,
১৪ মে দুপুরে ওয়াজআলী উচ্চ বিদ্যালয়ে এ বিতরন অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ডাঃ এনামুর রহমান এনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দেন, এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানা,
প্রায় ৪০০ পরিবারের মধ্যে সামগ্রী বিতরন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, করোনা প্রভাব যতদিন থাকবে ততদিন সারাদেশের অসহায়দের সহযোগিতা করা হবে, তিনি আরো বলেন এই ঈদে সুবিধা বঞ্চিত ৫০ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ২৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে।