বোয়ালমারীতে করোনা সন্দেহে প্রশাসনের সহায়তায় লাশ দাফন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে হাবিবুর রহমান হানিফের (৪২) লাশ উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় পারিবারিক কবরস্হানে বৃহস্পতিবার (১৪.০৫.২০) দুপুরে দাফন সম্পন্ন করা হয়। সে ঢাকার মহাখালীতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। করোনা রোগী সন্দেহে সতর্কতার সাথে তার লাশ দাফন করা হয় বলে স্হানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদুর রহমান জানান, মরহুমের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। পরিবারের দাবি তার করোনা উপসর্গ ছিল না। সে ডায়াবেটিকসের রোগী হিসেবে চিকিৎসাধীন ছিল।