দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরের পানিতে ডুবে ০২ (দুই) শিশুর মৃত্যু হয়েছে। পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শিশু দু’টি সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন ছিল। ফুফা ও খালুর বাড়ীতে বেড়াতে গিয়ে অভিভাবকদের অগোচরে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।
রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার ০৬নং ভান্ডারা ইউপি’র সুইহারা গ্রামের হাকিম নামের আত্মীয়ের বাড়ীর পুকুরে উপজেলার ১০নং রাণীপুকুর ইউপি’র রাণীপুকুর গ্রামের মতিউর রহমানের মেয়ে মারওয়া সুলতানা (৭) ও একই ইউপি’র কাজিপাড়া (পূর্বপাড়া) গ্রামের মিজানুর রহমান মিজুর মেয়ে মমিতা খাতুন (৮) গোসল করতে নেমে পানিতে ডুবে যায়।
দুপুর দেড়টায় গ্রামবাসী অনেক চেষ্টার পর লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সাংবাদিক আতিউর রহমান আতিক।