দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লকডাউনে থাকা এক ব্যক্তির ১ বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিল উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রাজের নেতৃত্বে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ ২০ জন সদস্যের একটি টিম উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর মাঠে ওই ব্যক্তির ধানগুলো কেটে দেয়। এসময় বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রাজ বলেন, করোনায় আক্রান্ত ও বাড়ি লকডাউন থাকায় মাঠের পাকা ধান নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে ওই ব্যক্তির পরিবার। সমস্যার কথা জানতে পেরে ওই ব্যক্তির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন উপজেলা ছাত্রলীগ। ১ বিঘা জমির পাকা ধান কেটে ও মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আগামীতেও যারা শ্রমিক সংকটে পড়বেন তাদের পাশেও ছাত্রলীগ থাকবে।