মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদ উপ-নির্বাচনে মারধর ও প্রচারনায় বাধা সৃষ্টির কারনে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধা সারে ৭টার দিকে মধুখালী মরিচ বাজার মোরে এ সংবাদ সম্মেলন করেন মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ অাজিজুর রহমান মোল্যা।
সংবাদ সম্মেলনে অাজিজুর রহমান মোল্যা বলেন, আমি মধুখালী উপজেলা পরিষদ উপ নির্বাচনে অানারস প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করছি। গত ১৩ ফেব্রুয়ারী বিকালে বেলেশ্বর বাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় অামার কর্মীদের উপর অতর্কীত হামলা চালায় নৌকা সমর্থীত কয়েকজন কর্মীরা। অামার প্রচার হ্যান্ড মাইক ভাংচুর করে গাড়িতে হামলা করে কর্মীদের মারধর করে প্রাণনাশের হুমকি প্রদান করে। এছারা মাকড়াইল বাজারে অামার প্রচারণার অটো বাইকের ব্যটারী ভাংচুর করে মেমরি কার্ড ছিনিয়ে নেয়। এ ব্যাপারে অামি নির্বাচন কর্মকর্তাকে এবং মধুখালী অফিসার ইনচার্জকে জানালে তিনি লিখিত অভিযোগ দেবার কথা বলেন। অামার শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণায় অামার বিপক্ষ দলের লোকেরা এমন নেকাকার ঘটণা ঘটাচ্ছে। এমন পরিস্থিতিতে আমি আমার কর্মীসহ অন্যান্য শুভাকাংঙ্খীরা খবুই আতংকিত।