জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে সংসদ উপনেতার শোক প্রকাশ
ঢাকা, ১৪ মে, ২০২০ খ্রি.
বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
অধ্যাপক ড. আনিসুজ্জামান আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪. ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
একশোক বার্তায় সংসদ উপনেতা বলেন, ড. আনিসুজ্জামান ছিলেন বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
সৈয়দা সাজেদা চৌধুরী মরহুমের রুহের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।