মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এসএসসি পরিক্ষার্থী আছাদ মাতুব্বরের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। আছাদ সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের আবুল কালাম মাতুব্বরের ছেলে।
রোববার (১৪ নভেম্বর) এসএসসি পরীক্ষার শুরু দিন থেকে, পরীক্ষা দেয়ার কথা ছিল আছাদের।
জানা গেছে, শনিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান। শনিবার সকালে আছাদ বিষ পান করেন। অসুস্থ্য অবস্থায় তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আছাদের অবস্থার অবনতি দেখে তাকে ফরিদপুরে রেফার করেন। ফরিদপুরে নেয়ার পথে শশা গ্রামের ব্রীজের নিকট পৌঁছালে তার মৃত্যু হয়।
তবে তিনি কি কারনে বিষ পান করেছেন, এখনো সঠিক তথ্য জানা সম্ভব হয়নি।
সালথা থানার ওসি আশিকুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে, মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় সালথা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
১৪ নভেম্বর ২০২১