• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গায় ৪ ভারতীয় নাগরিকের শান্তির যাত্রা

ছবিতে ভারতীয় ৪ নাগরিক শান্তির যাত্রায় ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন

মোঃ রমজান শিকদার ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১২/০৩/২০২৩
মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে শান্তির যাত্রা শুরু করেছন ৪ ভারতীয় নাগরিক। পশ্চিমবঙ্গের গান্ধী ভবন থেকে গত ৯ মার্চ তারা এ যাত্রা শুরু করেন।বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নড়াইল, যশোর হয়ে তারা ১১ মার্চ ভাঙ্গায় আসেন। রবিবার (১২ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তাদের এ যাত্রার উদ্দেশ্য তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান ড. আরজুমানড জিয়াদি।
মতবিনিময়কালে তিনি জানান, গান্ধীজির শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। লড়াই নয়,আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। শুধু বাংলাদেশ, ভারতের শান্তি প্রতিষ্ঠা নয়,সারা বিশ্বকে শান্তিময় করাই আমাদের উদ্দেশ্য।
তিনি আরও জানান,ভাঙ্গা থেকে সোনারগাঁও পানাম সিটি হয়ে ঢাকা পৌঁছাবেন আগামী ১৪ মার্চ। ঢাকায় ছায়ানটে অবস্থান করবেন।তারা ভারতীয় দূতাবাসসহ, ঢাকার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের সাথে মত বিনিময় করবেন। এরপর ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে পৌঁছে মতবিনিময় করবেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. আরজুমানড জিয়াদী,কাসিস খানম,আনুসকা,পারোমিতা ড্যাঞ্জাল। সমন্বয় করেন নোয়াখালী গান্ধী আশ্রমের কর্মকর্তা সুমন নবী। ভাঙ্গায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের আহবায়ক ওবায়দুল আলম সম্রাট, ইত্তেফাকের রমজান সিকদার,বাংলাদেশ প্রতিদিনের অজয় দাস,মাই টিভির সরোয়ার হোসেন, মানব কণ্ঠের রাহাত বেগ,মানব জমিনের মনিরুজ্জামান, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সী প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।