• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগ ‌ আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি
১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের লক্ষ্মীপুরে অবস্থিত নিজস্ব কার্যালয় ‌ উক্ত কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ‌ সভাপতিত্ব করেন ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ।
সংগঠনের সাধারণ সম্পাদক অমর সাহা তপুর সঞ্চালনায় ‌ এ সময় আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা পিকে সরকার, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ পাখি ‌ বীর মুক্তিযোদ্ধা তৈয়বুজজামান (মধু) বীর মুক্তিযোদ্ধা জয়নুদ্দিন সিকদার, বীরঙ্গনা চারু বালা দেবি, বীরঙ্গনা মায়া রানী, গজেন সাহা, সাব্বির আহমেদ চৌধুরী, এডভোকেট আব্দুর রাজ্জাক, লক্ষণ কুমার সাহা, বিজয় কৃষ্ণ দাস, মোঃ মিরান শেখ ‌, পূর্ন চন্দ্র বিশ্বাস,কলম শেখ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আবুল হাশেম।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাদের পরিবারের সদস্যদের হারানোর কথা তুলে ধরে বলেন
‌আমরা মহান মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের সদস্যদের হারিয়েছি। অথচ শহীদ মুক্তিযোদ্ধার পরিবার হিসেবে আজ অবধি রাষ্ট্র থেকে কোন স্বীকৃতি পাইনি। বিগত সরকার আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছিল।আমাদের কোন দাবি পূরণ করেননি।
আর তাই বছরের পর বছর আমরা অবহেলিত থেকেছি। আর তাই অন্তবর্তী কালীন সরকার নিকট আমাদের দাবি আমাদের শহীদ পরিবার সদস্যদের যেন তালিকাভুক্ত করা হয় তাহলে স্বীকৃতি প্রদান করা হয় এবং মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা প্রদান করা হয়। এজন্য দাবি আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে শহীদের স্মৃতির উদ্দেশ্যে দোয়া ও মুনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।