• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
সদরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নুরুল ইসলাম, সদরপুর থেকে:

ফরিদপুরের সদরপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল দশ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(চলতি দায়িত্ব)এবং সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, এলজিইডি কর্মকর্তা আব্দুল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা ডা. সাব্যসাচী মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ: মোতালেব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তব্য রাখেন সদরপুর বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান (বদু), বাংলাদেশে খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরপুর উপজেলা শাখার আমীর মো: দেলোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. এম.এ গাফফার, উপজেলা জামায়াতের সেক্রেটারী হাজী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খান, বাবুল মুন্সি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমির হোসাইন এবং গীতা থেকে পাঠ করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সমীর বৈদ্য।

এর আগে সকাল পৌনে দশটায় উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন।

সভায় বক্তারা দিবসটি গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

মো: নুরুল ইসলাম
সদরপুর, ফরিদপুর।
মোবাইল: ০১৭৩১-৬১৭৫৯৫
তারিখ: ১৪.১২.২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।