মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সমকালের উপদেষ্টা সম্পাদক, বিশিষ্ট কলামিষ্ট, লেখক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু সাঈদ খান। রবিবার সকালে উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ তারিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাংবাদিক আবু নাসের হুসাইন, শাজাহান ফকির, প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান, মনির মোল্যা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শরিফুল হাসান, সাংবাদিক মজিবুর রহমান, মোহাম্মদ সুমন প্রমুখ।
এসময় আবু সাঈদ খান সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়নের লক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং বস্তু নিষ্ঠা সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের লেখার ভাষা সাহিত্য ও কর্কটে হবে না, লেখা হতে হবে ঝরঝরে। তিনি এসময় সালথায় কর্মরত সাংবাদিক পাশে থাকার আশ্বাস দেন।
১৪ মার্চ ২০২১