মাহবুব হোসেন পিয়াল,১৪ জানুয়ারী,ফরিদপুর জেলা প্রতিনিধি।।
ফরিদপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের কোট কম্পাউন্ড এলাকার নিজ কার্যলয়ে দুঃস্থ পেনশনকারীদের এককালীন সাহায্য,জরুরী চিকিৎসা, কন্যার বিবাহ, সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রাকৃতিক দুর্যোগ গৃহ নির্মাণের জন্য আর্থিক অনুদানের চেক বিতরনের করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ফরিদপুর জেলা শাখার চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
এ সময় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুল বাতেন মিয়া, সাধারণ সম্পাদক জি,এন কুম্ভ কুমার কুন্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোকসেদুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মন্ডল, যুগ্ন কোষাধ্যক্ষ কবিরুল আলম, নির্বাহী অধ্যাপক এম এ সামাদ, প্রফেসর আব্দুল হামিদ মোল্লাসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীগণউপস্থিত ছিলেন।
পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়।