• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
বোয়ালমারীতে বয়স্ক ভাতার টাকা ছিনতাই বৃদ্ধাকে সহযোগিতা করলেন ইউএনও’র সহকারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনতাই হয়েছে। আম ও চাল কিনতে যাওয়ার সময় অভিনব কায়দায় ওই বৃ্দ্ধার তিন হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার দুপুরে পৌরসদরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাহেরা বেগম হলেন বোয়ালমারী উপজলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় অস্বচ্ছল বয়স্কদের ভাতার টাকা পরিষদ চত্বরে বিতরণ করছে সোনালি ব্যাংক। ওই বৃদ্ধা তাঁর টাকা উত্তোলন করে আম ও চাল কেনার জন্য বাজারে যাচ্ছিল। এ সময় দুই যুবক এসে তাঁকে ভাল আম কিনে দেওয়ার জন্য বৃদ্ধার সাথে সাথে হাঁটতে থাকে। এক পর্যায়ে সুযোগ বুঝে বৃদ্ধার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুই যুবক। এতে তাঁর ভাতার তিনহাজার টাকা ছিল। এরপর রাস্তায় ওই বৃদ্ধাকে বসে জোরে চিৎকার করে কাঁদতে দেখে স্হানীয়রা ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী বৃদ্ধা সাহেরা বেগম জানান, আমি বয়স্কভাতার টাকা তুলে নিয়ে বাজারের দিকে আম ও চাল কেনার জন্য যাচ্ছিলাম। হঠাৎ দুই ছেলে ভাল আম কিনে দেওয়ার কথা বলে আমাকে বাজারের দিকে নিয়ে যায়। পরে ফাঁকা জায়গায় গেলে আমার হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। আমি ইউএনও স্যারের কাছে গেলে তাঁর সহকারী জামাল উদ্দিন আমাকে ২ হাজার টাকা ও খাবার দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী জামাল উদ্দিন জানান, এক বয়স্ক বৃ্দ্ধা কাঁদতে কাঁদতে স্যারের কাছে এসেছিলেন। তিনি কাঁদছিলেন আর বলছিলেন আমি টাকা দিয়ে আম ও চাল কিনে বাড়ি যাবো। এখন আমি কি করবো? স্যার ফরিদপুর মিটিংয়ে থাকায় আমি ওই বৃদ্ধাকে দুই হাজার টাকা দিয়ে দুপুরের খাবার ব্যবস্হা করেছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।