মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন ৫ই নভেম্বর ফরিদপুর-২, আসনের উপনির্বাচনে নৌকার স্লোগানে মূখরিত হয়ে ওঠে সালথার রাজপথ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবুর পক্ষে শুক্রবার (১৪অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতৃত্বে হাজার হাজার মানুষ মিছিল নিয়ে উপজেলা সদরে জড়ো হতে থাকে। সালথা কলেজ রোড থেকে সদর বাজার হয়ে কাউলিকান্দা পর্যন্ত মিছিলে কানায় কানায় মানুষ ভরে যায়।
এসময় বঙ্গবন্ধু ও নৌকার স্লোগান দিতে থাকে উপস্থিত হাজার হাজার জনতা। মিছিল শেষে কাউলিকান্দা স্কুলে মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান আফছার উদ্দিন, যদুনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রব মোল্যা, আওয়ামী লীগ নেতা কাজী আরশাফ আলী মুনান, আঃ আলিম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিুর রহমান লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু,
জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, সেচ্ছাসেবক লীগের সাংগঠণিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়, সাধারণ সম্পাদক শাহিন আলম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ নভেম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর চৌধুরী লাবুকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্ববান জানান বক্তারা।
১৪ অক্টোবর ২০২২