বিরলে বিষ পান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা
দিনাজপুরের বিরল উপজেলায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী কীটনাশক (বিষ) পান করে আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার (১৩ জুন) বিকাল ৫টার দিকে মায়ের উপর অভিমান করে সে কীটনাশক পান করলে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা আশংকাজনক হলে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই জহরুল ইসলাম জানান, উপজেলার ০৮নং ধর্মপুর ইউপি’র কুকুড়ীবন গ্রামের আলম আলীর মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী লিপি আরা (১৪) বিষপানে আত্মহত্যা করে।
আজ রবিবার (১৪ জুন) দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃষ্টিপাত চলমান থাকায় বিকালে পারিবারিকভাবে দাফন কার্য সম্পন্ন করা হবে বলে পরিবারের লোকজনের বরাত দিয়ে জানিয়েছেন।