প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হোসেনের ইন্তেকালে সংসদ উপনেতার শোক
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য মো. আবুল হোসেন মোল্যা (৬৫) ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)
ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামে নিজ বাড়ির সামনের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় সাংসদ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবুসহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।