• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সেমিনার

খুলনা, ৩১ জ্যৈষ্ঠ (১৪ জুন) :

বাংলাদেশকে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত করার প্রত্যয় নিয়ে খুলনায় সেমিনার অনুষ্ঠিত হয়। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ের তামাক বিরোধী কমিটি আজ (রবিবার) সকালে অনলাইনে (জুম প্রযুক্তি ব্যবহার করে) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুললার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। মূল প্রবন্ধ উপস্হাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খোন্দকার।

সেমিনারে জানানো হয়, তামাকের ধোঁয়ায়  মানবদেহের সাত হাজারের বেশি জন্য ক্ষতিকর রাসায়নিক আছে। এর মধ্যে ৭০টি উপাদান মানবদেহের ক্যান্সার সৃষ্টি করে। ৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য ধূমপান দায়ী। এছাড়া তামাক সেবনের মাধ্যমে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, এ্যাজমা, ডায়বেটিকসহ বিভিন্ন অসংক্রমক রোগ হয়ে থাকে। তামাক মাদক সেবনের প্রবেশ পথ হিসেবে প্রমাণিত। বিশ্বে প্রতিবছর ৭১ লাখের বেশি মানুষ তামাকের কারণে মৃত্যুবরণ করে।
অনুষ্ঠানে স্ব স্ব দপ্তরে বসে অনলাইনে যুক্ত হন খুলনা স্বাস্হ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম জাভেদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, কর্মচারী কল্যাণ বোর্ডের উপপরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপপরিচালক নিভা রাণী পাঠকসহ বিভাগীয় পর্যায়ের ৩০ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।