করোনা দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী জয় নেহাল
এপ্রিল ১৪-২০২০
মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া প্রতিনিধি ॥
করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও চলছে অঘোষিত লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে কুষ্টিয়া শহরের থানা পাড়ার দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। এসকল দিনমজুর ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন আমেরিকা প্রবাসী জয় নেহাল।
আজ সকাল ১০ঘটিকার সময় থানা পাড়ার ৩০টি গরিব দুঃখী পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জয় নেহালের পক্ষ থেকে টালি পাড়ার পলাশ, সাকিব ও শাহীন রেজা। জয় নেহাল, টালি পাড়ার নেহাল স্যারের ছেলে সে দীর্ঘদিন আমেরিকা বোষ্টন সিটিতে বসবাস করলেও তার মন পড়ে থাকে তার জন্মভূমি কুষ্টিয়ার মানুষের মনের কোঠায়। গত কয়েকদিন আগে কুষ্টিয়া টালিপাড়াসহ আশপাশের প্রায় তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন। তার আর্থিক অনুদানে কুষ্টিয়া পৌর গোরস্থানটিকে আধুনিকায়ন করেছে, তাছাড়াও সে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দুস্থ ব্যক্তিদেরকে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন।
সম্প্রতি করেনা ভাইরাসে তিনিও ঝুকির মধ্যে দিন যাপন করছে আমরা তার এবং তার পরিবারের জন্য দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন। তার এক ভিডিও বার্তায় প্রতিবেদককে বলেন, সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত এই মুহূর্তে আমি গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি দেশের বর্তমান পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায় আর আমি যদি বেঁচে থাকি তবুও আমি আমার কুষ্টিয়াবাসীর পাশে থেকে আরো ও সহযোগিতা করে যাব আপনারা আমার জন্য দোয়া করবেন।