• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
গলাচিপায় ৪টি ইউপি নিবার্চনী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন ৪টি ইউপি নিবার্চন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণ এবং নিবার্চনী আচরণ বিধি পালনের লক্ষ্যে সোমবার (১৪ জুন) উপজেলা অডিটরিয়াম হলরুমে চেয়ারম্যান প্রার্থী, ইউপি সদস্য এবং সরক্ষিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে এক বিশেষ জরুরী আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ও আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার, আ’লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, নিবার্চনের রিটার্নিং অফিসার ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। সভায় প্রার্থীরা ২১ জুন ইউপি নিবার্চন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দলীয় প্রভাব মুক্ত থেকে নিবার্চন সুষ্ঠু হওয়ার লক্ষে বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়। সভায় সভাপতি উপজেলা নিবার্হী অফিসার আশিষ কুমার বলেন, আসন্ন ইউপি নিবার্চনে কোন প্রার্থীরা কোন দলের বা ধর্ম, বর্ণের তা বিবেচ্য নহে, নিবার্চন কমিশনের যে বিধিমালা এবং নিবার্চনের দিন আইন-শৃঙ্খলা কঠোরভাবে দেখা হবে বলে তিনি জানান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার জানান, কোন সন্ত্রাসী বা প্রভাবশালী কেউ নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘন বা সন্ত্রাসবাদ, ক্ষমতা প্রয়োগ করে সেক্ষেত্রে তা কঠোরহস্তে দমন করা হবে। সভায় উপজেলা আ’লীগ সভাপতি সন্তোষ দে বলেন, নিবার্চনে দলীয় ভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু নিবার্চনের সুষ্ঠুতা বজায় রাখার লক্ষে নিবার্চনের পূর্বে বা পরে কেউ আইন অমান্য করলে তার দায়ভার দল বহন করবে না। যারা শেখ হাসিনাকে বিশ্বাস করে এবং উন্নয়ন চায় তারা সকলেই সরকারের আইন মেনে চলবে। এ বিষয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো বলেন, দলের কোন নেতা কর্মীরা অন্যায় বা সন্ত্রাস করলে তার পক্ষে কোন দলীয় সাফাই করা হবে না এবং দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন বা আইনকে কেউ হাতে নিয়ে নিবার্চনে জয়ী হতে চায় সেক্ষেত্রে তিনি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি দৃঢ় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।