ঠাকুরগাঁয়ে হোমিওপ্যাথিক গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন
ঠাকুরগাঁয়ের সদর উপজেলায় হোমিওপ্যাথি গবেষণা ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য সেবা কেন্দ্র টি উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও হোমিওপ্যাথি ও চেম্বার পরিচালক ডাক্তার কামাল হোসেন।
এসময় এসোসিয়েশনের সকল চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
করোনা প্রাদুর্ভাবের অন্যান্য চিকিৎসকদের মতোই হোমিওপ্যাথি চিকিৎসকদের প্রান্তিক জনগণের পাশে থেকে সেবা প্রদান নিশ্চিতকরণে উপজেলা নির্বাহী অফিসার তাদের এসোসিয়েশনকে আহবান জানান। সেই আহবানে সাড়া দিয়ে তারা কাজ শুরু করেছেন ।