করোনাভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া কৃষকলীগের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভাসহ ১০টি ইউনিয়নের পাঁচ শতাধিক নেতাকর্মীর মধ্যে তাঁর পক্ষে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায়, ১৪ মে বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষকলীগের কর্মীদের মাধ্যমে করোনায় কর্মহীনদের হাতে তুলে দেয়া হয় এসব খাদ্য সামগ্রী। কাজী সিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, সেমাই, গুঁড়ো দুধ, চিনিসহ খাদ্য সামগ্রী। এক প্রতিক্রিয়ায় কাজী সিরাজ বলেন, ‘আমি সব সময় আমার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার চেষ্টা করছি । বর্তমান করোনা পরিস্থিতিতে আমার নির্বাচনী এলাকার কর্মহীন মানুষকে যথাসাধ্য সহায়তা করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, খান মোস্তাফিজুর রহমান সুমন, মোল্যা মো. কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, লুৎফর রহমান মৃধা, দেলোয়ার হোসেন, বিল্লাল শেখ, আফসার শেখ প্রমুখ।