• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে লকডাউনের প্রথম দিনেই দুই প্রতিষ্ঠানসহ এক পথচারিকে জরিমানা

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি)

দেশে মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সম্প্রতি সরকার লকডাউন ঘোষিত। ১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ১৩ টি বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারী করা হয়। এরই কর্মর্সুচি বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১৪ ই এপ্রিল বুধবার লকডাউনের প্রথম দিনেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই প্রতিষ্ঠানসহ এক পথচারিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। শহরের গোয়ালচামট এলাকার ঢাকা স্টিল নামক একটি প্রতিষ্ঠান ও মেসার্স মমতাজ স্টোর প্রতিষ্ঠান দুটি খোলা রেখে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে তাদের কার্যক্রম পরিচালোনা করছিলেন। এই নিষেধাজ্ঞা অমান্য করায় দুই প্রতিষ্ঠানকেই

৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া এক পথচারিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় মোবাইল কোর্ট পরিচালোনা করেন ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান সহ জেলা প্রশাসনের একটি টিম

উপস্থিত ছিলেন। এদিকে লকডাউনের প্রথম দিনেই ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। শহরের প্রতিটি গুরুত্বপূর্ন স্পটে রয়েছে পুলিশের চেক পোস্ট। যানবাহন চলাচল ও মানুষের আনাগোনা রয়েছে সীমিত
পরিসরে।

সরেজমিনে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে দেখা যায়, পুরো এলাকায় রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা। যদিও সরকার ঘোষিত লকডাউনকে উপেক্ষা করে দুই একটি অটো রিকশা বা রিকশা বের হলে, সেগুলো আটক করে পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর জানান, সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। সকাল থেকে বেশ কিছু জনগণ ঘর থেকে

বের হলেও তাদের করোনা ভাইরাস সম্পর্কে পুর্নাঙ্গ তথ্য দিয়ে সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার পরামর্শ দিয়ে পুনরায় ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ সময় সরকার ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে সকলের
সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।