বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও দিনাজপুর জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে দিনাজপুরে অভাবগ্রস্থ ৬০জন শিল্পীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৪টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৬০ জন সাংস্কৃতিক কর্মীর হাতে অনুদান তুলে দেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
সহায়তা পেয়ে একজন সাংস্কৃতিক কর্মী বলেন, “করোনাভাইরাসে আমাদের সকল ধরণের কার্যক্রম বন্ধ হয়ে আছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে জানানো হয় জেলা প্রশাসক মহোদয় আমাদের আর্থিক সহায়তা দিবেন। এই সংকটময় সময়ে যতটুকুই সহায়তা পেয়েছি তা আমাদের উপকারে আসবে। এজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসক মহোদয়কে কৃতজ্ঞা জানাচ্ছি। তিনি এই সংকটময় সময়র আমাদের কথা ভেবেছেন।”
এই অনুদান দেওয়ার সময় দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, “আপনারা সাংস্কৃতিক কর্মী, সমাজে আপনাদের কথা অনেকেই শোনেন। এই করোনা দুর্যোগে আপনারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসবেন। সংকটকালীন সময়ে আমরা আমাদের জায়গা থেকে সবার জন্যই কিছু না কিছু করার চেষ্টা করছি। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হব।
তিনি আরও বলেন , আমরা এর আগে গত ১৫ এপ্রিল ৪০জন শিল্পীকে নগদ সহায়তা করেছি। দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শিল্পীদের পাশে থাকব বলেও জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।
আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মাহফুজুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক ( অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট) মো. শরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন ডালিয়া প্রমুখ।