ফরিদপুর পৌরসভার পয়ঃবজর্য দিয়ে তৈরী হচ্ছে রাসায়নিক মুক্ত জৈব সার। এই জৈব সার ব্যবহার করলে জমির ফসল অনেক বাড়বে, কৃষকেরা অনেক লাভবান হবে। এই সার ব্যবহারিত জমির ফসল খেলে কোন রোগ বালাইয়ের ভয় নেই।
রবিবার দুপুরে ফরিদপুর শহরতলীর আদমপুরে পয়ঃবজর্য ব্যাবস্হাপনা প্লান্ট সিআরটিসি সেন্টার শহরের বিশিষ্ট জনদের পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় সোসাইটি ফর দ্যা আরবান পওর এর চেয়ারপার্সন মোঃ বেলায়েত হোসেন এ কথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আভার নিবার্হী পরিচালক সুরেশ চন্দ্র হালদার,এসইউপির সাধারন সম্পাদক আ ন ম ফজলুল হাদি সাব্বির,ফরিদপুর পৌরসভার বর্ধিত ১৩,১৪,১৬ নং ওয়ার্ডের নবনিবার্চিত মহিলা কাউন্সিলর নাজনিন আক্তার,খেলাঘড়ের সহ-সভাপতি আলেয়া হক, এস ইউ পির সোসাল মোবিলাইজেশন জিয়াউর রহমান সেন্টু প্রমুখ।
সোসাইটি ফর দ্যা আরবান পওর (এসইউপি) ও ফরিদপুর পৌরসভার আয়োজনে ও প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের সহযোগীতায় এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।