বকশীগঞ্জে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রনোদনার চেক বিতরণ
জামালপুরের বকশীগঞ্জে মাধ্যমিক পযার্য়ের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ১২৭ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা করে এবং ৪৯ জন কর্মচারীকে দুই হাজার ৫০০ টাকা করে মোট ৭ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার প্রনোদনার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরকালে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম.জামশেদ খোন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্হিত ছিলেন।