• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে জাঁকজমকের সাথে পালিত হচ্ছে দীপাবলি উৎসব শ্যামা পূজা

ফরিদপুরে জাঁকজমকের সাথে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব।

এ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন স্পটে ও বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। হিন্দু শাস্ত্রে মা কালীকে বিপদনাশিনী হিসেবে গণ্য করা হয়ে থাকে । বিভিন্ন অমঙ্গলের হাত থেকে মা কালী তাদের রক্ষা করে থাকেন। শনিবার সন্ধ্যায় বিভিন্ন পূজা মন্দিরে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। শহরে প্রায় শতাধিক মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়।

এছাড়া দীপাবলি উৎসব উপলক্ষে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠানে মনোরম আলোকসজ্জা করা হয়। তবে করোনা মহামারীর কারণে কোন মন্দিরে ভক্তদের ততটা উপস্থিতি লক্ষ করা যায়নি। এদিকে দীপাবলি ও কালী পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আরতী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মন্দিরে পূজা শেষ হলে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।

এদিকে দীপাবলি ও শ্যামা পূজা উপলক্ষে শহরের অম্বিকাপুর পৌর মহাশ্মশানে বিকেল থেকেই বিশেষ প্রার্থনা শুরু হয়। এতে মহামারী করোনা থেকে পরিত্রাণ পাবার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।