ফরিদপুরের সালথা উপজেলায় মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে কালবৈশাখী ঝড় হানা দেয়, সাথে শুরু হয় ভারি বৃষ্টি। ঝড়ের কবলে পরে যায় পুরো মুরাটিয়া গ্রাম, এত করে প্রায় শতাধিক পরিবারের ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।
জানা যায়, বৃহস্পতিবার ১৪ মে বিকালে প্রচন্ড কাল বৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ৩০ মিনিটের ঝড়, দমকা -হাওয়া ও ভারি বৃষ্টিতে তছনছ হয়ে যায় মুরাটিয়া গ্রামের শতাধিক পরিবারের বসত ঘর, অনেকের ঘরের বেড়া নেই, কারো চাল নেই, কারো ঘরের উপর গাছ ভেঙ্গে পড়েছে, কারো ঘরের উপর ডাল ভেঙ্গে পড়েছে, অনেকের ঘরসহ উড়ে গেছে তবে কোন মানুষ বা পশুপাখি হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় মুরাটিয়া গ্রামে প্রায় তিন শতাধিক পরিবারের বসবাস, কমবেশি প্রায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শতাধিক পরিবার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের রাতে থাকার মত ঘরটিও নেই, ঝড়ে উড়ে গেছে সব। করোনার এই মহামারির সময়ে ঝড়ে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলো মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে আজ দিশেহারা।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের এই দূর্যোগময় সময়ে কালবৈশাখী ঝড়ের আঘাত দুঃখজনক। ঝড়ের কবলে পরা পরিবারের ক্ষতিগ্রস্থের পরিমান নিরুপণ করে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
১৪ মে ২০২০