• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে শনিবার বিকাল ৩ টায় জাতীয় ্ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মে/২০২২খ্রি. এর অবহিতকরন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮মে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল
করার লক্ষ্যে এ পরিকল্পনা সভার আয়োজন করা হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। সভায় পাওয়ার প্রোজেক্ট উপস্থাপন করেন ডাঃ সুমাইয়া সেতু।
সভাটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান।
জানা যায়, এ বছর জাতীয় ্ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে উপজেলার মোট ১০ হাজার ৬৯০ জন শিশুকে একটি করে লাল ও নীল রঙের ক্যপসুল খাওয়ানোর জন্য প্রস্তুতী নেয়া হয়েছে। এদের মধ্যে উপজেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১ হাজার
১৯০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছর বয়সী ৯ হাজার ৫০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী সফল করার লক্ষ্যে উপজেলা জুড়ে ওয়ার্ড ভিক্তিক মোট ৯৬টি কেন্দ্র এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্র সহ মোট ৯৭টি কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্রে ৩৮ জন স্বাস্থ্য কর্মী ও ১৯৪ জন স্বেচ্ছাসেবী কর্মী কর্মরত থাকবেন। কর্মীদের তদারকি করার জন্য উপজেলায় মোট ১৪ জন
কর্মকর্তা নিয়োগ থাকবেন বলেও জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।