দিনাজপুরের বিরলে করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন ঘোষণা
দিনাজপুর বিরল উপজেলার ০৭নং বিজোড়া ইউপি’র দক্ষিণ বহলা গ্রামে অন্য জেলা হতে আগত ০১ জন যুবকের বুধবার (১৩ মে) করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি লকডাউন ঘোষণা করেছে বিরল উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবের মোঃ সোয়াইব উপস্থিত থেকে আক্রান্ত রোগীর বাড়িটি লকডাউন ঘোষণা করেন এবং আশেপাশের জনগণকে এ বিষয়ে সচেতন করেন।
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।