• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
জীবন সংগ্রামে ছুটে চলা পথশিশু মনিরুল ইসলাম

মরবে যুদ্ধ করবে/এটাই তো তার পরিচয়…….। জীবন সংগ্রামে জীবিকা নির্বাহের যুদ্ধে মানুষকে কত কিনা করতে হয়? ক্ষুধা নামক শব্দের সাথে যুদ্ধ করে করে কত পথ অতিক্রম করতে হয় দরিদ্র মানুষকে। ফরিদপুর শহরের চকবাজার মসজিদ সড়কে সোমবার সন্ধ্যায় আজাদের চায়ের দোকানে ফটো সাংবাদিক রাজিব আহমেদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর ভাবছিলাম বর্তমান প্রকৃতির প্রতিকূলতা আর কতদিন চলবে! এরই মধ্যে কানে এলো এই খেলনা নিবেদন খেলনা। ঘুরে তাকালাম ১৩ বছরের এক শিশু কাঁধে করে হরেক রকম খেলনার বোঝা চাপিয়ে ছুটছিল বিক্রির শ্রমে। কাছে ডেকে আনলাম, কথা হলো, কিছুক্ষণ নিরবতা, কি যেন না বলা কথা তার চোখে-মুখে লুকিয়ে আছে। একটু শিশু সুলভ মনে তার সঙ্গে মিশতে চাইলাম। এবার বেরিয়ে এলো তার পরিচয়। ময়মনসিংহ জেলার পাঁচ কাহোনী গ্রামে বাড়ী। ৩ বছর পূর্বে তার পিতা দিন মুজুর আক্কাস বেপারী মারা গেছে। মা আনোয়ারা বেগম এটা-সেটা করে। সংসারে ৩ ভাই ২ বোন। সে সবার ছোট। অভাব-অনটনের সংসার মা বলেছেন, দেখ বাবা কিছু একটা করা যায় কিনা? সম্পর্কে খালাতো ভাইয়ের হাত ধরে ফরিদপুর শহরে আসা ভাগ্য বদলের স্বপ্নে। কয়েকদিন কাজ জোটেনি, পরে ফেরি ওয়ালার বেশে হরেক রকম খেলনা বিকির কাজ জোটে। সারাদিন শহরে ঘুরে ঘুরে এই খেলনা বিক্রয় করে যেতে হবে। বিক্রির অর্থ মালিককে দেবে। মালিক মাস শেষে তাকে ৪ হাজার টাকা দেবে। এমন চুক্তিতে গত ২৫ দিন এই শিশু মনিরুল ইসলাম শহরে খেলনা বিক্রি করছে। গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ছিল। পিতার মৃত্যুতে সংসারে অভাব নেমে আসে। পথে নামতে হয় তাকে। বড় হয়ে কি হতে চেয়েছিলে? জানতে চাইলে অনেকক্ষণ চুপ হয়ে যায়! এরপর বলে গরীব মানুষের ছেলে ভাত খাওয়াইতো দুস্কর আর স্বপ্ন কী? আমি ভাবতে থাকলাম, আমাদের স্বপ্ন ঝড়া দিন-রাত্রির কথা। একদিকে বৃত্তের পাহাড়, অন্যদিকে দারিদ্রতা। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার। তিনি অনেকটা পথ এগিয়ে এসেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন আমি মানুষের দুঃখ দেখলে পাগল হয়ে যাই……। আমরা সেই মহান নেতার আদর্শকে ধারণ করি। সমাজ বিবেকের কাছে প্রশ্ন করি আর কতটা প্রহর পার হলে দূর হবে এই দারিদ্রতা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।